ভারতকে হারিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ের পর থেকেই সীমিত ওভারের ক্রিকেটে দুর্দান্ত ফর্মে আছে পাকিস্তান। পাঁচ ম্যাচ সিরিজের ওয়ানডেতে শ্রীলঙ্কাকে দিয়েছে হোয়াইটওয়াশের লজ্জা। সেই ধারাবাহিকতা ধরে রেখে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে সরফরাজ বাহিনী। তিন ম্যাচ সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে সফরকারী শ্রীলঙ্কাকে ৭ উইকেটে হারিয়ে ১-০ তে এগিয়ে গেল চ্যাম্পিয়ন্স ট্রফি জয়ীরা।
তিন ম্যাচ সিরিজের শেষ টি-টোয়েন্টি ম্যাচটি হবে পাকিস্তানের লাহোরে। আর তাই শ্রীলঙ্কার যে সব খেলোয়াড় পাকিস্তানে যেতে ইচ্ছুক তাদের নিয়েই টি-টোয়েন্টি দল ঘোষণা করা হয়। ওয়ানডে সিরিজে ধুকতে থাকা লঙ্কানরা টস হেরে ব্যাট করতে নেমে শুরুতেই ধাক্কা খায়।
প্রথম ওভারেই দিলশান মুনাবিরাকে (০) বোল্ড করে দেন ইমাদ ওয়াসিম। এরপর আরেক ওপেনার দানুশকা গুনাথিলাকাকে (১৮) সাজঘরের ফেরান উসমান খান। অভিষিক্ত সাদিরা সামারাবিক্রমা ব্যক্তিগত ২৩ রানে বোল্ড হয়ে সাজঘরে ফিরলে বিপদে পড়ে শ্রীলঙ্কা।
এরপর ওয়ানডে সিরিজে দুর্দান্ত বোলিং করা হাসান আলির বোলিং তোপে আর দাঁড়াতে পারেনি দলটি। শেষ দিকে দুই ছক্কায় সিকুগে প্রসন্ন অপরাজিত ২৩ রান করলে ১০২ রানের সংগ্রহ পায় সফরকারী দলটি। ২৩ রানে ৩ উইকেট নেন হাসান আলি। ২০ রানে ২ উইকেট নেন উসমান খান।
জবাবে ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি পাকিস্তানেরও। দলীয় ১৮ রানে ফখর জামান (৬) ও বাবর আজমকে (১) ফিরিয়ে কিছুটা লড়াইয়ের ইঙ্গিত দিয়েছিল শ্রীলঙ্কা। তবে দুই অভিজ্ঞ ব্যাটসম্যান শোয়েব মালিক ও হাফিজের ব্যাটে অনায়াসেই জয়ের ঠিকানায় পৌঁছে যায় পাকিস্তান। ৩১ বলে ৪২ রানে অপরাজিত থাকেন মালিক। ২৩ বলে ২৫ রানে অপরাজিত ছিলেন হাফিজ।