বাং জুন-হুক কম্পিউটার গেমসের দুনিয়ায় বেশ পরিচিত এক নাম। এ বছরের মে মাসে বাংয়ের গেমস নির্মাণ প্রতিষ্ঠান নেটমার্বেল দক্ষিণ কোরিয়ার শেয়ারবাজারে চমক তৈরি করে। দক্ষিণ কোরিয়ার এক বস্তিতে জন্মেছিলেন বাং। সেখান থেকে আজ একটি কোম্পানির প্রতিষ্ঠাতা ও শীর্ষ নির্বাহী তিনি। তাঁর কোম্পানির মূল্য এখন ১৩ ট্রিলিয়ন কোরিয়ান ওন, যা কি না এলজি ইলেকট্রনিকসের চেয়েও বেশি!
মাত্র আটজন কর্মী নিয়ে ২০০০ সালে নেটমার্বেল প্রতিষ্ঠা করেন বাং। প্রযুক্তি দুনিয়ায় তিনি কোরিয়ার স্টিভ জবস হিসেবে পরিচিত। দরিদ্র মা-বাবার সন্তান বাং সরকারি স্কুলে পড়ার সুযোগ পেয়েছিলেন। কিন্তু পড়াশোনা শেষ করার আগেই একটি বিপণন প্রতিষ্ঠানে কর্মী হিসেবে কাজ শুরু করেন বাং। কাজের অবসরে অফিসের কম্পিউটার নিয়ে পড়ে থাকতেন। ১০ বছর চাকরি শেষে নিজের জন্য কিছু একটা করার চেষ্টা শুরু করেন। কম্পিউটার গেমসে আগ্রহের কারণেই ২০০০ সালে গেমস নির্মাণ প্রতিষ্ঠান চালু করেন তিনি।