Search
Close this search box.
Search
Close this search box.

hasan-aliচ্যাম্পিয়ন্স ট্রফির ফাইনালে নিজের জাত চিনিয়েছিলেন হাসান আলী। ভারতের বিপক্ষে ১৬ রান দিয়ে ৩ উইকেট নিয়ে শিরোপা জয়ে রাখেন গুরুত্বপূর্ণ ভূমিকা। এবার স্বদেশী ওয়াকার ইউনুসের রেকর্ড ভেঙে দিয়েছেন এই তরুণ বোলার।

গতকাল আবুধাবিতে সিরিজের তৃতীয় ওয়ানডেতে ৩৪ রানে ৫ উইকেট নিয়ে শ্রীলঙ্কাকে গুটিয়ে দিয়েছেন ২০৮-এ। তাতে ২৪তম ওয়ানডেতে ৫১ উইকেট হলো হাসান আলীর, যা পাকিস্তানিদের মধ্যে দ্রুততম। এর আগে ২৭ ম্যাচে ৫০ উইকেটের রেকর্ডটা ছিল ওয়াকার ইউনুসের।

chardike-ad

এদিকে ২০১৭ সালে সবচেয়ে বেশি উইকেট শিকারীদের তালিকায় এককভাবে শীর্ষে উঠে এসেছেন হাসান আলী। চলতি বছর মাত্র ১৭ ওয়ানডেতে নিয়েছেন ৪১ উইকেট। এ যাত্রায় তিনি পেছনে ফেলেছেন ভারতের জাসপ্রিত বুমরাহ (২৯ উইকেট), ইংল্যান্ডের লিয়াম প্লাঙ্কেট (৩৬ উইকেট), আফগানিস্তানের রশিদ খান (৩৬ উইকেট) ও দক্ষিণ আফ্রিকার কাগিসু রাবাদাকে (২৬ উইকেট)।