মালয়েশিয়ায় কাজী মনিরুল ইসলাম নামের এক বাংলাদেশি ছাত্র কারাগার থেকে মুক্তি পেয়েছেন। টানা ২০ দিন জেলে থাকার পর গত মঙ্গলবার (১৭ অক্টোবর) দেশটির একটি আদালতের নির্দেশে ৫০০ আরএম জরিমানা করে তাকে মুক্তি দেয়া হয়। মনিরুলের এ মুক্তিতে সার্বিকভাবে সহযোগিতা করছে মালয়েশিয়াস্থ বাংলাদেশ দূতাবাস।
আদালত সূত্রে জানা গেছে, স্টুডেন্ট ভিসায় বিদেশিদের কাজ করার অনুমতি না থাকলেও তিনি আইন অমান্য করে কাজ করেন। গত ২৯ সেপ্টেম্বর একটি ভিডিও গেমসে কর্মরত অবস্থায় তাকে গ্রেফতার করে দেশটির পুলিশ।
বাংলাদেশে দূতাবাসের কল্যাণ সহকারী মোকসেদ আলী জানান, আদালত থেকে মিশনে চিঠি পাওয়ার পর শ্রম শাখার প্রথম সচিব আমাকে আদালতে পাঠান এবং মনিরুল ইসলামকে দূতাবাসের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা করা হয়।
কুয়ালালামপুরস্থ বাংলাদেশ হাইকমিশনের শ্রম শাখার প্রথম সচিব মো. হেদায়েতুল ইসলাম মন্ডল বলেন, হাইকমিশনে প্রবাসী বাংলাদেশিরা যেন কোনো হয়রানির শিকার না হয় তার জন্য সজাগ দৃষ্টি রাখা হয়েছে। তবে ছাত্র ভিসায় এসে লেখাপড়া না করে আইন অমান্য করে যারা কাজ করছেন তারা দেশের ভাবমূর্তি নষ্ট করছেন। জাগো নিউজ