মার্কিন সাবেক পররাষ্ট্রন্ত্রী ও গত নির্বাচনের অন্যতম প্রেসিডেন্ট প্রার্থী হিলারি ক্লিনটন বলেছেন, ২০১৫ সালে সই হওয়া পরমাণু সমঝোতা ইস্যুতে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আমেরিকাকে ছোট ও বোকা বানিয়েছেন। মার্কিন টেলিভিশন চ্যানেল সিএনএন-কে দেয়া এক সাক্ষাৎকারে গতকাল (রোববার) হিলারি এ কথা বলেছেন।
শুক্রবার ট্রাম্প হোয়াইট হাউজ থেকে দেয়া এক বক্তৃতায় বলেন, ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে বলে ওয়াশিংটন স্বীকৃতি দেবে না এবং চূড়ান্তভাবে তিনি এ সমঝোতার পরিসমাপ্তি ঘটাবেন। এ সম্পর্কে হিলারি বলেন, ট্রাম্পের এ পদক্ষেপ ইরানকে ভালো অবস্থানে চলে যেতে সহায়তা করেছে। কারণ ইরান পরমাণু সমঝোতা মেনে চলছে না বলে ট্রাম্প যে কথা বলছেন তার পক্ষে তিনি কোনো যুক্তি তুলে ধরতে পারেন নি।
হিলারি ক্লিনটন আরো বলেন, “ইরান যদি পরমাণু সমঝোতা বাস্তবায়নে সহায়তা করে এবং করছে বলে সব রকমের প্রমাণ রয়েছে; সে ক্ষেত্রে ইরানকে কোণঠাসা করার জন্য সব ইস্যুতে কাজ না করে তেহরানকে বরং সামনে আনা হলো। ট্রাম্পের এই পদক্ষেপ আমেরিকাকে বোকা ও ছোট বানিয়েছে এবং ইরানের হয়ে কাজ করা হলো।” হিলারি বলেন, ট্রাম্পের সিদ্ধান্ত ছিল বড় রকমের ভুল এবং ওয়াশিংটনকে অনেকের কাছেই অবিশ্বস্ত করে ফেলেছে। এ কারণে অন্য কোনো দেশের সঙ্গে ভবিষ্যতে চুক্তি করা কঠিন হবে।