মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন বলেছেন, প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প কূটনীতির মাধ্যমেই উত্তর কোরিয়ার সংকট সমাধান করতে চান। আর এই কূটনৈতিক প্রচেষ্টা ‘প্রথম বোমা ফেলার আগ মুহূর্ত পর্যন্ত অব্যাহত থাকবে।’ মার্কিন সংবাদমাধ্যম সিএনএনের স্টেট অব দ্য ইউনিয়ন অনুষ্ঠানে টিলারসন এ কথা বলেছেন।
মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেছেন, ‘প্রেসিডেন্ট ট্রাম্প আমাকে কূটনৈতিক প্রচেষ্টা চালিয়ে যাওয়ার বিষয়টি পরিষ্কার করেছেন।’ এ ব্যাপারে ট্রাম্প তাকে সুষ্পষ্ট নির্দেশনা দিয়েছেন বলেও দাবি করেন টিলারসন।
চলতি মাসের প্রথম দিকে ট্রাম্প এক টুইটার বার্তায় উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার চেষ্টা করে সময় নষ্ট না করতে টিলারসনের প্রতি আহ্বান জানিয়েছিলেন।
ট্রাম্প লিখেছিলেন, ‘আমাদের চমৎকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে আমি বলেছি যে ছোট্ট রকেট ম্যানের সঙ্গে আলোচনার চেষ্টা করে সে তার সময় নষ্ট করছে।’
টিলারসনকে নিজের শক্তি সঞ্চয়ের পরামর্শ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন ‘আপনার শক্তি সঞ্চয় করুন রেক্স, আমাদের যা করার আমরা তাই করব।’