mariumউগান্ডার মুকোনো জেলার কাবিমবিরি গ্রামের ৩৭ বছর বয়সী মারিয়াম নামের এক নারী ৩৮ সন্তানের মা হয়েছেন। এ ঘটনা রীতিমতো হইচই ফেলে দিয়েছে।

ডেইলি মনিটরের এক প্রতিবেদনে বলা হয়েছে, মারিয়াম ছয়বার জোড়া সন্তানের জন্ম দিয়েছেন। এছাড়া একসঙ্গে তিনটি করে সন্তান জন্ম দিয়েছেন চারবার। আর একসঙ্গে চারটি করে সন্তান জন্ম দিয়েছেন তিনবার। বাকি দুবার একটি করে সন্তান জন্ম দেন তিনি।

chardike-ad

১৯৯৩ সালে মারিয়ামের ১২ বছর বয়সে বিয়ে হয়। তার সন্তানদের মধ্যে ১২টি কন্যা, বাকিগুলো ছেলে সন্তান। সবচেয়ে বড় সন্তানের বয়স ২৩ বছর। আর তার সর্বশেষ সন্তানের বয়স ১০ মাস।