তৃতীয় সন্তানের বাবা হতে যাচ্ছেন আর্জেন্টাইন খুদে জাদুকর লিওনেল মেসি। সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে নতুন এই অতিথির আসার খবরটি ছড়িয়ে পড়েছে মেসির স্ত্রীর পোস্ট করা একটি ছবি থেকে।
মেসির স্ত্রী আন্তোনেলা রোকোজ্জের পোস্ট করা ছবিতে দেখা যাচ্ছে, বার্সা তারকা মেসি তার দুই ছেলেকে নিয়ে স্ত্রীর পেটে হাত দিয়ে রেখেছেন। যে ছবির নিচে ছোট্ট একটি ক্যাপশন, ‘পাঁচজনের পরিবার’। চারজন তো ছবিতেই আছেন, আরেকজন কে? সেটি যে মেসির অনাগত সন্তান সেটা না বললেও বোঝাই যাচ্ছে।
ক্লাব বার্সেলোনার হয়ে সব করেছেন, সম্প্রতি আর্জেন্টিনার জার্সি গায়েও সমালোচকদের জবাব দিয়েছেন লিওনেল মেসি। বিশ্বকাপ বাছাইপর্ব থেকে প্রায় বাদ পড়তে যাওয়া দলকে একাই টেনে তুলেছেন এই খুদে জাদুকর। তার হ্যাটট্রিকে ভর করে সব শংকা আর অনিশ্চয়তা কাটিয়ে রাশিয়া বিশ্বকাপে জায়গা করে নিয়েছে আর্জেন্টিনা।