mashrafeদুই ম্যাচ টেস্ট সিরিজে পাত্তা পায়নি বাংলাদেশ। বাংলাদেশের ক্রিকেটপ্রেমীরা আশা করেছিল প্রিয় ফরম্যাটে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঘুরে দাঁড়াবে বাংলাদেশ। কিন্তু সেটা আর হয়নি। অন্তত প্রথম ওয়ানডেতে। রেকর্ড গড়ে তিন ম্যাচ ওয়ানডে সিরিজের প্রথমটি ১০ উইকেটের ব্যবধানে জিতে নিয়েছে দক্ষিণ আফ্রিকা। দুই উদ্বোধনী ব্যাটসম্যান কুইন্টন ডি কক ১৬৮ ও হাশিম আমলা ১১০ রানে অপরাজিত থেকে রেকর্ড গড়ে জয় নিয়ে মাঠ ছাড়েন।

এমন লজ্জাজনক হারের পর মাশরাফি জানিয়েছেন বাংলাদেশ দক্ষিণ আফ্রিকার উপর চাপ তৈরি করতে পারেনি। রান নিয়ন্ত্রণে রাখতে পারেনি। মুশফিকের ব্যাটিংয়ের প্রশংসা করেছেন। কৃতিত্ব দিয়েছেন কুইন্টন ডি কক ও হাশিম আমলাকে। তামিম ইকবালের অনুপস্থিতি অনুভব করার বিষয়টিও উল্লেখ করেছেন বাংলাদেশের সফল ওয়ানডে অধিনায়ক। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে লড়াই চালিয়ে যাবেন বলে জানিয়েছেন তিনি। শুধু ক্রিকেটে নয়, সব ধরণের খেলাধুলায়ই এমনটা ঘটে।

chardike-ad

ম্যাচ শেষে মাশরাফি বলেন, ‘আমি মনে করি মুশফিক খুব ভালো ব্যাট করেছে। ব্যাটসম্যানদের পক্ষ থেকে ভালো প্রচেষ্টা ছিল। উইকেট বেশ ভালো ছিল। আমাদের আরো রক্ষণাত্মক বোলিং করা উচিত ছিল। যেহেতু এটি ভালো উইকেট ছিল, সেহেতু আমরা জানতাম যে আমাদের উইকেট নিতে হবে। কিন্তু আমরা শুরুতে কোনো উইকেট নিতে পারিনি। কোনো ব্রেকথ্রু এনে দিতে পারিনি। ওয়ানডে ক্রিকেটে আপনি যদি দুই প্রান্ত থেকেই রান আটকাতে পারেন, চাপ তৈরি করতে পারেন, তাহলে উইকেট আসবে। কিন্তু আমরা সেটা করতে পারিনি।’

ডি কক ও হাশিম আমলাকে কৃতিত্ব দিয়ে মাশরাফি বলেন, ‘সমস্ত কৃতিত্ব দিতে হবে হাশিম আমলা ও কুইন্টন ডি কককে। আমরা ভেবেছিলাম তামিম ইকবালের অনুপস্থিতিতে সিনিয়র কোনো ব্যাটসম্যান টপ অর্ডারে ভালো খেলবে। মুশফিক সত্যিই দারুণ ব্যাটিং করেছে। তবে আমরা লড়াই চালিয়ে যাব। ক্রিকেটে এমনটা ঘটে। সব খেলাধুলায়ই এমনটা হয়। আশা করছি পরের ম্যাচে তামিমকে আমরা পাব।’