emirates-planeআবহাওয়া খারাপ ছিল। এর মধ্যেই অবতরণের সিদ্ধান্ত নেন পাইলট। তবে নামতে গিয়েই বিপত্তিতে পড়েন তিনি। কারণ হাওয়ার তোড়ে বারবার কাঁপছিল এমিরেট এর এ-৩৮০ বিশ্বের সবচেয়ে বেশি যাত্রীবাহী বিমান। তখন বিমানটিতে ৬০০ জন যাত্রী ছিলেন। কিন্তু শেষ পর্যন্ত পাইলটের তৎপরতায় যাত্রীদের কোনও ক্ষতি হয়নি।

তবে রান ওয়েতে কাঁপন ধরানো সেই অবতরণের দৃশ্য কাঁপন ধরিয়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। ভিডিওতে দেখা গেছে বিমান অবতরণের সময় ভিতরে যাত্রীরা দুলছিলেন এ পাশ থেকে অন্য পাশে। বিমানের সামনের ভাগ বেকে যাচ্ছিল বারবার।

chardike-ad

তবে পাইলটের বিমানটি স্থির করতে সময় লাগে মাত্র কয়েক সেকেন্ড। এ কারণেই ঝড়ের মধ্যে শেষ পর্যন্ত নিরাপদে যাত্রী ও ক্রু’দের নিয়ে জার্মানির ডুসেলডর্ফ বিমানবন্দরে নামে এ বিমানটি।

আপলোডের ৪ দিনের মধ্যেই সেই ভিডিও দেখেছেন ১ কোটিরও বেশি মানুষ।

ইউটিউব ভিডিওটি দেখে অনেকেই অনেক মন্তব্য করেছেন। কেউ একজন বলেছেন আমি আর বিমানে উড়ছি না, অন্য এক ব্যক্তির মন্তব্য করেছেন- বাহ ! বিমানের ভেতরে যারা ছিলেন আজ তাদের একটি অন্য রকম অভিজ্ঞতা হয়েছে।