ক্যান্সার আক্রান্তদের চিকিৎসার জন্য একটি ক্লিনিক স্থাপনে তহবলি সংগ্রহের লক্ষ্যে আয়োজিত ম্যারাথনে অংশ নিয়েছিলেন তিউনিসিয়ার স্বাস্থ্যমন্ত্রী। কিন্তু ম্যারাথন দৌড় শুরুর পর হার্ট অ্যাটাকে মৃত্যুরবণ করেন তিনি। স্বাস্থ্যমন্ত্রী সলিম শাকেরের বয়স ছিল ৫৬ বছর।
প্রায় ৫০০ মিটার দৌড়ানোর পর তিনি অসুস্থ হয়ে পড়েন। পরে তাকে একটি সামরিক হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখানকার ডাক্তার তাতে মৃত ঘোষণা করেন।
স্বাস্থ্যমন্ত্রীর মৃত্যু পর তিউনিসিয়ার প্রধানমন্ত্রী এক শোকবার্তায় বলেছেন, তিনি তার ‘ভাই ও সহকর্মীকে’ হারিয়েছেন। একটি মহৎ মানবিক কাজ করার সময় তিনি মৃত্যুবরণ করেছেন বলে উল্লেখ করেন তিউনিসিয়ার প্রধানমন্ত্রী।
শিশুদের জন একটি ক্যান্সার হাসপাতাল গড়ে তোলার জন্য অর্থ জোগাড় করতে এ ম্যারাথন দৌড়ে আয়োজন করা হয়েছিল। গতমাসে মন্ত্রী পরিষদে পরিবর্তনের মাধ্যমে শাকেরকে স্বাস্থ্যমন্ত্রী হিসেবে নিয়োগ করা হয়েছিল।
সাবেক এ ব্যাংকার এক সময় অর্থ মন্ত্রণালয় এবং ক্রীড়া মন্ত্রণালয়ে দায়িত্ব পালন করেছেন।