Search
Close this search box.
Search
Close this search box.

saudi-mapসৌদি আরবে লিফট দুর্ঘটনায় এক বাংলাদেশি শ্রমিক নিহত হয়েছে। স্থানীয় সময় বুধবার দেশটির মক্কা প্রদেশের তায়েফ শহরে লিফট দুর্ঘটনায় আহত হয়ে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

মৃত প্রবাসীর নাম আব্দুল মছব্বির (৪৪)। তার বাড়ি সুনামগঞ্জের ছাতক উপজেলা করছখালী গ্রামে, পিতা মৃত আব্দুল লতিফ। মছব্বিরের মামাতো ভাই আফতাব উদ্দিন জানান, ‘স্থানীয় সময় মঙ্গলবার রাতে কাজে যোগ দেয়ার জন্য হোটেল দিবানের লিফটে করে পাঁচতলায় উঠছিলেন।

chardike-ad

এ সময় তার ছিঁড়ে লিফটটি নিচে পড়ে যায়। এতে গুরুতর আহত হন মছব্বির। ‘তাকে স্থানীয় মালিক বিন ফয়সল হাসপাতালে ভর্তি করা হয়। পরে চিকিৎসাধীন অবস্থায় বুধবার ভোরে তিনি মারা যান।’ মছব্বিরের মরদেহ তায়েফ হাসপাতালের হিমাগারে রাখা হয়েছে।