Search
Close this search box.
Search
Close this search box.

avrilঅসততার অভিযোগ এনে ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ জান্নাতুল নাঈম এভ্রিলের খেতাব বাতিল করে জেসিয়া ইসলামকে চ্যাম্পিয়ন ঘোষণা করেছে আয়োজকরা। এ ঘটনায় প্রতিযোগিতাটিকে ‘বয়কট’ করলেন এভ্রিল।

বুধবার সন্ধ্যায় রাজধানীর ওয়েস্টিন হোটেলে আয়োজিত সংবাদ সম্মেলনে গণমাধ্যকর্মীদের সামনে প্রশ্নবাণে জর্জরিত বিচারক ও আয়োজকরা পূর্বের চ্যাম্পিয়ন জান্নাতুল নাঈম এভ্রিলের পরিবর্তে জেসিয়া ইসলামের নাম ঘোষণার পর অনুষ্ঠানস্থল ত্যাগ করেছেন এভ্রিল।

chardike-ad

এসময় এভ্রিল বলেন, “আমি চলে যাচ্ছি। যে বাল্যবিবাহের কারণে আমাকে বাদ পড়তে হল। সেই বাল্যবিবাহের বিরুদ্ধে আমি লড়ে যাবো।”

এভ্রিল আরও বলেন, “আমি এই মুহূর্ত থেকে মিস ওয়ার্ল্ড বাংলাদেশ বয়কট করছি। তাদের সঙ্গে আমার কোনো সম্পর্ক এই মুহূর্ত থেকে নেই।”

বাল্য বিবাহ নিয়ে কাজে উৎসাহিত করার জন্য এভ্রিলকে লভেলোর ব্র্যান্ড অ্যাম্বাসেডর হওয়ার প্রস্তাব দেওয়া হয়। তবে তখন তিনি অনুষ্ঠানস্থলে ছিলেন না।

এর আগে ২৯ সেপ্টেম্বর প্রতিযোগিতার বিজয়ী ঘোষণা করা হয় এভ্রিলকে। বিচারকদের মতামত উপেক্ষা করে আয়োজক সংস্থা অন্তর শো বিজ এভ্রিলকে বিজয়ী ঘোষণা করেন বলে প্রথমে অভিযোগ ওঠে। তারপর বিয়ের খবর গোপন করে এভ্রিলের এই সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়ার খবরও আসে গণমাধ্যমে। এই জটিলতা দেখা দেওয়ার পর আয়োজক প্রতিষ্ঠান ‘মিস ওয়ার্ল্ড’ কর্তৃপক্ষকে বিষয়টি জানায়।

‘মিস ওয়ার্ল্ড’ কর্তৃপক্ষের বরাত দিয়ে সংবাদ সম্মেলনে জানানো হয়, বিবাহিত কিংবা ডিভোর্সি হওয়ায় এভ্রিলের ‘মিস ওয়ার্ল্ড’ প্রতিযোগিতায় অংশ নিতে কোনো বাধা নেই। কিন্তু নিজের বিয়ের খবর গোপন রেখে তিনি অসততার পরিচয় দিয়েছেন। সে কারণে তাকে প্রতিযোগিতায় অংশ নিতে নিরুৎসাহিত করা হচ্ছে।

ওই বার্তা পাওয়ার পর অন্তর শো বিজ ‘মিস ওয়ার্ল্ড বাংলাদেশ’ আয়োজকরা এভ্রিলের খেতাব বাতিল করার সিদ্ধান্ত নেয়।

সংবাদ সম্মেলনে প্রতিযোগিতার বিচারক বিবি রাসেল, চঞ্চল মাহমুদ, শম্পা রেজা, আয়োজক প্রতিষ্ঠান অন্তর শো বিজের কর্ণধার স্বপন চৌধুরী উপস্থিত ছিলেন। বাকি তিনজন বিচারক রুবাবা দৌলা, জুয়েল আইচ ও সোনিয়া বশির কবির ছিলেন অনুপস্থিত। বিডিনিউজ