Search
Close this search box.
Search
Close this search box.

neimarঅল্পের জন্য রক্ষা পেলেন নেইমার-কাভানিরা। শনিবার বোর্দোর বিপক্ষে ম্যাচের আগে পিএসজির স্টেডিয়ামের কাছে মোবাইল নিয়ন্ত্রিত চারটি বিস্ফোরক গ্যাস সিলিন্ডার পাওয়া যায়। তবে কোন দুর্ঘটনা ঘটার আগেই পুলিশ তা চিহ্নিত করে নিষ্ক্রিয় করে।

ফরাসি গণমাধ্যমের সুত্রে জানা গেছে সিলিন্ডারগুলো মোবাইল নিয়ন্ত্রিত বোমা হিসেবে ব্যবহার করার জন্য স্টেডিয়ামের কাছে রাখে সন্ত্রাসীরা। মোবাইল নিয়ন্ত্রিত সিলিন্ডার বিস্ফোরণ হলে বড় ধরনের ক্ষয়ক্ষতির মুখে পড়ত পিএসজি। সঙ্গে প্রাণহানির আশঙ্কা তো ছিলই।

chardike-ad

পিএসজি-বোর্দের ম্যাচ শুরুর আগে স্টেডিয়ামের পাশে চারটি গ্যাস সিলিন্ডার দেখতে পান এক দর্শক। সঙ্গে সঙ্গে বিষয়টি নিরাপত্তা কর্মীদের জানান। আর খবর পেয়ে তৎক্ষণাৎ নিরাপত্তা কর্মীরা অবিস্ফোরিত সিলিন্ডার চারটি উদ্ধার করেন। সন্দেহভাজন হিসেবে পাঁচজনকে আটক করে প্যারিসের পুলিশ।

এদিকে নেইমারের জোড়া গোলে বোর্দের বিপক্ষে ৬-২ গোলের বিশাল জয় পেয়েছে প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি)।