এখন থেকে ভারতীয় ভিসার আবেদনের জন্য ভিসা ফি হিসেবে নগদ টাকা দিতে হবে না। ‘ক্যাশলেস ভিসা সার্ভিস’ নামের একটি সেবার আওতায় ভারত যেতে আগ্রহীরা ইলেকট্রনিক পদ্ধতিতে ভিসা ফি জমা দিতে পারবেন। এ সেবাটি চালু করেছে স্টেট ব্যাংক অব ইন্ডিয়া।
আজ বুধবার রাজধানীর সোনারগাঁও হোটেলে নতুন সেবার উদ্বোধন করেন ভারতের সফররত অর্থমন্ত্রী অরুণ জেটলি। অনুষ্ঠানস্থল থেকে রাজধানীর শ্যামলী ও সিলেটের আইভিএসিতে এই সেবার উদ্বোধন করা হয়। এ সময় জানানো হয়, গত বছর ১৪ লাখ বাংলাদেশি ভিসা নিয়ে ভারতে গেছেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশের অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন স্টেট ব্যাংক অব ইন্ডিয়ার ব্যবস্থাপনা পরিচালক বি শ্রীরাম ও ভারতের এক্সিম ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ডেভিড রাসকিনহা।