Search
Close this search box.
Search
Close this search box.

hanipritদুই শিষ্যাকে ধর্ষণের মামলায় ২০ বছরের কারাদণ্ডপ্রাপ্ত ভারতের বিতর্কিত ধর্মগুরু রাম রহিম সিংয়ের পালিত কন্যা হানিপ্রীত সিংকে গ্রেফতার করা হয়েছে। মঙ্গলবার ভারতের চণ্ডীগড় এলাকার কাছে একটি মহাসড়ক থেকে হরিয়ানা পুলিশ তাকে গ্রেফতার করে বলে এনডিটিভি এক প্রতিবেদনে জানিয়েছে।

রাষ্ট্র্রদোহ এবং রাম রহিমকে কারাগারে সহায়তার চেষ্টার অভিযোগে অভিযুক্ত ৩৬ বছর বয়সী হানিপ্রীতকে বেশ কিছুদিন ধরেই খুঁজছিল পুলিশ। এর আগে আইনজীবীর মাধ্যমে জামিন চেয়ে আবেদন করলে আদালত সে বিষয়ে শুনানি স্থগিত রেখে গুরুমিতের এই কন্যাকে আত্মসমর্পণের নির্দেশ দিয়েছিল।

chardike-ad

এনডিটিভি বলছে, প্রায় দেড় মাস গা ঢাকা দিয়ে থাকার পর মঙ্গলবার গোপন ডেরা থেকে ভারতীয় দু’টি চ্যানেলে সাক্ষাৎকার দেন হানিপ্রীত। এদিন অভিনেত্রী রাখি সাওয়ান্তকেও ফোন করেছিলেন হানি।

রাখি সংবাদ মাধ্যমে জানান, রাম রহিমের বায়োপিকে অভিনয় করায় হানিপ্রীত তার ওপর ক্ষুব্ধ। নিজের ঘনিষ্ঠ বান্ধবী তার চরিত্রে অভিনয় করবেন এটা আশা করেননি হানি।