Search
Close this search box.
Search
Close this search box.

chinaবিনা পরিশ্রমে পৃথিবীতে কেউ ধনী হতে পারেন না। যদিও জন্মসূত্রে অনেকেই অনেক অর্থ সম্পত্তির মালিক হতে পারেন, সেটি ভিন্ন কথা। তবে অনেক সময় দেখা যায় কেউ কেউ ধনী হওয়ার স্বপ্নে আকাশ কুসুম সব কল্পনায় ডুবে থাকেন।

এমন কল্পনা বিলাসীরা মনে করেন বাতাসে টাকা ওড়ে, এই টাকা ধরতে চান তারা। কিন্তু সঠিক কোন রাস্তা তাদের জানা থাকে না। তবে এবার চীনের দুই বোন ঠিকই বাতাস বেচে বড়লোক হওয়ার স্বপ্ন দেখছেন। ঐ দুই বোন প্লাস্টিকের বোতলে বিশুদ্ধ বাতাস ভরে এনে তা বিক্রি করার ব্যবসা খুলেছেন।

chardike-ad

প্রতি ব্যাগ বাতাসের দামও নেহায়েত মন্দ না, ১৯০ টাকার মতো। মূলত চীনের বায়ুদূষণের সমস্যাকেই নিজেদের ব্যবসার পুঁজি বানিয়েছেন। সাধারণ মানুষকে বিশুদ্ধ বাতাসের যোগান দিতে তারা পর্বত ঘেরা অঞ্চল থেকে ব্যাগে করে বিশুদ্ধ বাতাস ভরে আনছেন।

চীনের জিনজিয়াং প্রদেশের এই দুই বোন ইতোমধ্যে বাতাস বেচে চারিদিকে বেশ সাড়া ফেলে দিয়েছেন। তারা দাবি করেছেন, তারা ইতোমধ্যে শতাধিক ব্যাগ বিক্রি করেছেন। প্লাস্টিক পচনশীল না হওয়ায় তা পরিবেশের ক্ষতি করবে এই চিন্তা থেকে অনেকেই প্লাস্টিকের ব্যাগে করে বাতাস বিক্রির সমালোচনা করেছেন। এনডিটিভি