যুক্তরাষ্ট্রের লাস ভেগাসে সন্দেহভাজন বন্দুক হামলাকারীর নাম-পরিচয় প্রকাশ করেছে পুলিশ। ৬৪ বছরের ওই ব্যক্তির নাম স্টিফেন প্যাডক। স্থানীয় সময় রোববার রাতে মান্দালাই বে হোটেল ও ক্যাসিনোর কাছের ওই ঘটনায় একাই গুলি চালিয়েছিলেন প্যাডক।
রোববার রাতে মান্দালাই বে হোটেল এলাকার রাস্তাজুড়ে রুট ৯১ হারভেস্ট মিউজিক ফেস্টিভ্যালের শেষ রাত চলছিল। কনসার্টস্থলে জমায়েত হয়েছিল প্রায় ২২ হাজার লোক। মান্দালাই বে হোটেল ও ক্যাসিনোর কাছেই অবস্থিত একটি ভবনের ৩২ তলা থেকে মেশিন গান দিয়ে গুলি চালায় প্যাডক। হোটেলের যে কক্ষ থেকে প্যাডক গুলি চালিয়েছিল সেখানে অভিযান চালানোর পর তাকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। সে নিজের বন্দুক দিয়ে গুলি ছুঁড়ে আত্মহত্যা করেছে বলে ধারণা করা হচ্ছে। ওই কক্ষ থেকে বেশ কিছু অস্ত্রও উদ্ধার করেছে পুলিশ। প্যাডকের সঙ্গে কোনো সন্ত্রাসীগোষ্ঠীর সংশ্লিষ্টতা ছিল না বলে জানিয়েছে পুলিশ।
লাস ভেগাসের শেরিফ জোসেফ লম্বার্ডো জানিয়েছেন, প্যাডক নেভাদার মেসকুইট এলাকার বাসিন্দা। দুই কক্ষের একটি বাড়িতে তিনি ইন্দোনেশীয় বংশোদ্ভূত অস্ট্রেলিয়ার নাগরিক বান্ধবী মারিলো ড্যানলিকে নিয়ে বসবাস করতেন । সোমবার সকালে মারিলোকে আটক করেছে পুলিশ।
প্যাডকের ভাই এরিক জানিয়েছেন, তার ভাই এ ধরনের কিছু একটা করবে তার কোনো ইঙ্গিতই তারা পাননি। তিনি বলেন, ‘আমরা যতদূর জানি, তার কোনো রাজনৈতিক, ধর্মীয় সংশ্লিষ্টতা ছিল না। এটা সন্ত্রাসী হামলা নয়।’