south-africa-bdবাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার প্রথম টেস্টে ৩৩৩ রানে জয় পেয়েছে দক্ষিণ আফ্রিকা। পচেফস্ট্রমের সেনওয়েস পার্ক স্টেডিয়ামে প্রোটিয়াদের ৪২৪ রানের লক্ষ্যে তাড়া করে সব উইকেট হারিয়ে পঞ্চম দিনে ৯০ রান তুলতে সক্ষম হয় টাইগাররা। ফলে ৩৩৩ রানে হারলো বাংলাদেশ।

গত বৃহস্পতিবার প্রথম টেস্টে টস জিতে প্রোটিয়াদের ব্যাটিংয়ে পাঠায় বাংলাদেশ। প্রথমে ব্যাটিংয়ে নেমে ৩ উইকেট হারিয়ে ৪৯৬ রানের ইনিংস ঘোষণা করে দক্ষিণ আফ্রিকা। জবাবে ব্যাট করতে নেমে প্রখম ইনিংসে সব উইকেট হারিয়ে ৩২০ রানেই গুটুয়ে যায় বাংলাদেশ। ফলে প্রথম ইনিংসে ১৭৬ রানের লিড পায় প্রোটিয়ারা।

chardike-ad

এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে আবারও ব্যাটিংয়ে নামে দক্ষিণ আফ্রিকা। দ্বিতীয় ইনিংসে ৬ উইকেট হারিয়ে ২৪৭ রান করে তারা। ফলে ৪২৪ রানের লিড দাঁড় করিয়েই টাইগারদের ব্যাটিংয়ে পাঠায় প্রোটিয়ারা। তাদের দেওয়া বিশাল রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে সব উইকেট হারিয়ে দ্বিতীয় ইনিংসে ৯০ রানেই গুটিয়ে যায় বাংলাদেশ।

দক্ষিণ আফ্রিকা ১ম ইনিংস: ৪৯৬/৩ (১৪৬ ওভার, ডিক্লে.)
বাংলাদেশ ১ম ইনিংস: ৩২০/১০ (৮৯.১ ওভার)
দক্ষিণ আফ্রিকা ২য় ইনিংস: ২৪৭/৬ (৫৬ ওভার)
বাংলাদেশ ২য় ইনিংস: ৯০/১০ (৩২.৪ ওভার)
ফল: দ. আফ্রিকা ৩৩৩ রানে জয়ী (লিড ১-০)