মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে ব্যবস্থা না নেয়ার জন্য তার পূর্ববর্তী প্রেসিডেন্টদের অভিযুক্ত করে বলেছেন, তার প্রশাসন এই অভিজ্ঞতার পুনরাবৃত্তি ঘটাবে না।
রোববার রাতে এক টুইটার বার্তায় ট্রাম্প বলেন, তিনি উত্তর কোরিয়াকে ছাড় দিতে মোটেই ইচ্ছুক নন। গত দুই দশক ধরে দেশটির উস্কানিমূলক তৎপরতা উপেক্ষা করার নীতিতে কোনো কাজ হয়নি বলে তিনি মন্তব্য করেন।
এর আগে রোববারই আরেক টুইট বার্তায় পিয়ংইয়ংয়ের সঙ্গে আলোচনা করে ‘সময় নষ্ট’ না করতে তিনি তার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের প্রতি আহ্বান জানিয়েছিলেন। টিলারসন কূটনৈতিক উপায়ে উত্তর কোরিয়া সংকট নিরসনের ইঙ্গিত দিয়ে সম্প্রতি বলেন, পিয়ংইয়ংয়ের সঙ্গে ‘সরাসরি’ আলোচনা শুরু হয়ে গেছে।
কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ট্রাম্প এ ব্যাপারে টিলারসনের সঙ্গে একমত হতে পারছেন না।
সাম্প্রতিক সময়ে উত্তর কোরিয়ার একের পর এক পরমাণু অস্ত্র ও ক্ষেপণাস্ত্র পরীক্ষার প্রতিক্রিয়ায় দেশটির নেতা কিম জং-উনকে ‘রকেট ম্যান’ হিসেবে আখ্যাতি করেন ডোনাল্ড ট্রাম্প। তিনি উত্তর কোরিয়াকে ‘পুরোপুরি ধ্বংস’ করে ফেলারও হুমকি দেন।