উত্তর কোরিয়ার সঙ্গে আলোচনার চেষ্টা করে সময় নষ্ট না করার আহ্বান জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার এক টুইটার বার্তায় পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনের প্রতি আহ্বান জানিয়েছেন তিনি।
চীন সফররত মার্কিন পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসন শনিবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্র উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করছে। তিনি বলেন, ‘ওয়াশিংটন পিয়ংইয়ংয়ে সঙ্গে কথা বলার সম্ভাবনা নিয়ে ভাবছে, তাই আমাদের সঙ্গেই থাকুন।…আমাদের কাছে পিয়ংইয়ংয়ের সঙ্গে যোগাযোগের লাইন আছে। আমরা অন্ধকারে নেই।’
এর একদিন পরই ট্রাম্প টুইটারে লিখেছেন, ‘আমাদের চমৎকার পররাষ্ট্রমন্ত্রী রেক্স টিলারসনকে আমি বলেছি যে ছোট্ট রকেট ম্যানের সঙ্গে আলোচনার চেষ্টা করে সে তার সময় নষ্ট করছে।’
টিলারসনকে নিজের শক্তি সঞ্চয়ের পরামর্শ দিয়ে মার্কিন প্রেসিডেন্ট লিখেছেন ‘আপনার শক্তি সঞ্চয় করুন রেক্স, আমাদের যা করার আমরা তাই করব।’