ইউরোপ, আমেরিকায় প্রায়ই দেখা মেলে রাস্তায় মূর্তি হয়ে দাঁড়িয়ে রয়েছেন কেউ। সাধারণত অর্থ সাহায্য বা দর্শকদের আনন্দ দিতে তারা এই কাজ করে থাকেন। তবে ভারতে রয়েছেন এমন একজন মানুষ যিনি ৩২ বছর ধরে দিনে ছয় ঘণ্টা করে মূর্তি সেজে দাঁড়িয়ে থাকেন।
আব্দুল আজিজ নামের এই ভারতীয় চাকরি বাঁচাতে মালিকের কথায় রাজি হয়েছিলেন এই কাজ শুরু করতে। সেই থেকে ৩২ বছর ধরে নিয়ম করে ছয় ঘণ্টা দর্শনার্থীদের জন্য মূর্তি হয়ে দাঁড়িয়ে থাকেন তিনি। মূর্তিমানব হিসেবে পরিচিতি পেলেও এই কাজ করে তিনি মাসিক বেতন পান ১০ হাজার ভারতীয় রুপি।
ঘটনার শুরু ১৯৮৫ সালের শুরুর দিকে। বেকার আবদুল আজিজ চাকরির আশায় ঘোরেন চেন্নাইয়ের রাস্তায়। অবশেষে দারোয়ানের কাজ খুঁজে পেলেন ভিজিপি গোল্ডেন বিচ রিসোর্টে। গঠাৎ করে মালিকের মাথায় খেয়াল চাপলো ইংলান্ডের বাকিংহাম প্যালেসের দারোয়ানদের মতো তার রিসোর্টেও মূর্তির মতো থাকবে রক্ষী। আর সেই ভার পড়ল আজিজের ওপর।
প্রস্তাব শুনে থতমত খেলেও চাকরি বাঁচাতে প্রস্তাব মেনে নেন তিনি। তিন মাসের প্রশিক্ষণ শেষে সেই শুরু। তারপর কেটে গেছে ৩২ বছর। দিনে ছয় ঘণ্টা মূর্তি হয়ে থাকার সময়ে নড়াচড়া তো দূরের কথা প্রাকৃতিক ডাকে সাড়া দেওয়া থেকেও বিরত থাকেন তিনি। কোনো প্রকার শারীরিক আঘাত, দর্শনার্থীদের হাসি-ঠাট্টা কোনো কিছুই তাকে মূর্তি হওয়া থেকে বিরত রাখতে পারে না।
রিসোর্ট কতৃপক্ষ তাকে নড়াতে দর্শনাথীদৈর জন্য দশ হাজার টাকা পুরস্কার ঘোষনা করলেও এখন পর্যন্ত কেউ সেই পুরস্কার নিজের ঘরে নিতে পারেননি।
এই কাজ করে জীবিকা উপার্জন করা আবদুল আজিজ যেন হাঁপিয়ে উঠেছেন। নিজের সন্তানদের তিনি এই কাজে আনতে চান না কোনোভাবেই। নিজেও সম্ভব হলে সরে যেতে চান এই কাজ থেকে।