Search
Close this search box.
Search
Close this search box.

italyপারমাণবিক কর্মসূচি কেন্দ্র করে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে বহিষ্কার করতে যাচ্ছে ইতালি। রোববার ইতালির পররাষ্ট্রমন্ত্রী অ্যাঞ্জেলিনো আলফানো এ তথ্য জানিয়েছেন।

ইতালির সংবাদমাধ্যম লা রিপাবলিকাকে দেওয়া সাক্ষাৎকারে আলফানো জানিয়েছেন, উত্তর কোরিয়ার সঙ্গে ইতালি কূটনৈতিক সম্পর্ক একেবারে বিচ্ছিন্ন করতে চায়নি। কারণ যোগাযোগের একটি চ্যানেল রক্ষায় এটি বেশ উপকারী ছিল।

chardike-ad

তিনি বলেন, ‘রাষ্ট্রদূতকে ইতালি ত্যাগ করতে হবে। আমরা পিয়ংইয়ংয়কে একটি ইঙ্গিত দিতে চাইছি যে, তারা যদি পথ পরিবর্তন না করে তাহলে বিচ্ছিন্নতা অবশ্যম্ভাবী।’

মন্ত্রী জানান, মাদ্রিদে উত্তর কোরিয়ার রাষ্ট্রদূতকে স্পেন ইতিমধ্যে ‘পার্সোনা নন গ্রাটা’(অবাঞ্চিত ব্যক্তি) হিসেবে ঘোষণা করেছে। পর্তুগাল ইতিমধ্যে উত্তর কোরিয়ার সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছে।

গত ৩ সেপ্টেম্বর উত্তর কোরিয়া ষষ্ঠবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। এরপরই দেশটির ওপর কঠোর নিষেধাজ্ঞা আরোপ করে জাতিসংঘ ও যুক্তরাষ্ট্র। অবশ্য শনিবার যুক্তরাষ্ট্র জানিয়েছে, পারমাণবিক কর্মসূচি সীমিতকরণের বিষয়ে তারা উত্তর কোরিয়ার সঙ্গে সরাসরি যোগাযোগ করছে। কিন্তু সংলাপের ব্যাপারে পিয়ংইয়ং কোনো আগ্রহ দেখাচ্ছে না।