Search
Close this search box.
Search
Close this search box.

china-armyআফ্রিকার শৃঙ্গ জিবুতিতে মোতায়েন চীনের গণমুক্তি ফৌজ বা পিএলএ নৌবাহিনী প্রথম সামরিক মহড়া চালিয়েছে। সাউথ চায়না মর্নিং পোস্ট এই খবর দিয়েছে।

গত মাসের ১ তারিখে এই ঘাঁটির উদ্বোধন করে পিএলএ নৌবাহিনী। এটাই সরাসরি বেজিং কমান্ডে পরিচালিত বিদেশের মাটিতে চিনের প্রথম ঘাঁটি।

chardike-ad

এ ব্যাপারে জিবুতির ঘাঁটি কমান্ডার লিয়াং ইয়াং বলেছেন, মহড়ার মধ্যে দিয়ে বিদেশ মোতায়েন চীনা সেনাদের জন্য নতুন প্রশিক্ষণ পদ্ধতি খতিয়ে দেখা হয়েছে। সেনাবাহিনীর জওয়ানকে যুদ্ধকালীন নানা মৌলিক দায়িত্ব পালন এবং অস্ত্র ব্যবহার করতে গিয়ে প্রচণ্ড গরম এবং আর্দ্রতাপূর্ণ আবহাওয়ার সঙ্গে তাল মিলিয়ে কাজ করতে হয়েছে বলে খবরে উল্লেখ করা হয়। এতে আরও বলা হয়, জিবুতিতে মোতায়েন চীনা সেনারা এই প্রথম যুদ্ধ প্রশিক্ষণের জন্য শিবির ছেড়ে বাইরে গেছেন। কালের কণ্ঠ