পাকিস্তানের ক্রিকেটার ইমাদ ওয়াসিমের বিরুদ্ধে বিশ্বাসঘাতকতার অভিযোগ এনেছেন আফগানিস্তান বংশোদ্ভুত এক ডাচ তরুণী। ইমাদ তাকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিলেন। কিন্তু সেগুলোর কোনোটিই রাখেননি। গেল এক মাস ধরে সেই তরুণীর সঙ্গে যোগাযোগও বিচ্ছিন্ন করে দিয়েছেন। সম্প্রতি সামাজিক যোগাযোগ মাধ্যমে ইমাদ ওয়াসিম ও সেই তরুণীর ছবি ভাইরাল হয়েছে।
ডাচ তরুণী দাবি করেছেন লন্ডনে তাদের দেখা হয়েছে। সে সময় তারা কিছু ভালো সময়ও কাটিয়েছে। সে সময় ইমাদ ওই তরুণীকে বিয়ে করার প্রতিশ্রুতি ছাড়াও নানারকম প্রতিশ্রুতি দেন। কিন্তু পরবর্তীতে সেসব কথা অস্বীকার করেন পাক ক্রিকেটার। ডাচ তরুণীর আনা অভিযোগ অবশ্য অস্বীকার করেছেন ইমাদ।
ইমাদ তার বিরুদ্ধে আনা সব অভিযোগ অস্বীকার করার বিষয়ে ডাচ তরুণী বলেন, ‘আসলে তার কাছ থেকে এমন কথা শোনা সত্যিই বিরক্তিকর। আমরা একসঙ্গে কিছু সময় কাটিয়েছিলাম। আপনি তো ভিডিও ফটোশপ করতে পারবেন না। ভিডিওতে আপনারা স্পষ্ট দেখতে পাবেন আমাকে ও তাকে। সে যদি আমার সঙ্গে সম্পর্ক রাখতে না চায়, ভালো কথা। কিন্তু সে আমার সঙ্গে যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আমাকে দেওয়া তার প্রতিশ্রুতি রক্ষা করেনি। সে আমাকে অনেক প্রতিশ্রুতি দিয়েছিল।’
ডাচ তরুণী আরো বলেন, ‘দেখা করার আগে ইমাদ আমাকে বলেছিল যে সে আমাকে বিয়ে করতে চায়। তার আগে সে আমার সঙ্গে দেখা করতে চায়। কিছু সময় কাটাতে চায়। এরপর লন্ডনে আমাদের দেখা হয়। দুইবার আমরা দেখা করি। জুলাইতে প্রথম দেখা হয়। এরপর চলতি মাসের শুরুতেও একবার দেখা হয়। এরপর থেকে ইমাদ আমাকে এড়িয়ে চলছে। যোগাযোগ বন্ধ করে দিয়েছে। আমি খুব বেশি কিছু চাই না, সে আমার সঙ্গে যে বিশ্বাসঘাতকতা করেছে সেটার জন্য আমার কাছে দুঃখ প্রকাশ করুক।’