আমেরিকার প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্প অযোগ্য বলে বেশিরভাগ মার্কিনী মত দিয়েছেন। সম্প্রতি অনুষ্ঠিত একটি জরিপের মাধ্যমে এ মতামত উঠে এসেছে।
জরিপে অংশ নেয়া ৫১ ভাগ মার্কিনী বলেছেন, প্রেসিডেন্ট হিসেবে ডোনাল্ড ট্রাম্পকে পেয়ে তারা লজ্জিত। কোয়েনিপিয়াক বিশ্ববিদ্যালয় গতকাল (বুধবার) এ মতামত জরিপ প্রকাশ করেছে।
এছাড়া, জরিপে অংশ নেয়া ৫৯ ভাগ উত্তরদাতা বলেছেন ট্রাম্প সৎ ব্যক্তি নন, ৬০ ভাগ ব্যক্তি বলেছেন তিনি ভালো নেতৃত্বের অধিকারী নন এবং ৬১ ভাগ বলেছেন ট্রাম্প তাদের অনুভূতির কোনো মূল্য দেন না।
এছাড়া, প্রতিটি ইস্যুতে টুইট না করতে ট্রাম্পকে পরামর্শ দিয়েছেন বেশিরভাগ ভোটার। এছাড়া, ট্রাম্পের ব্যাপারে মার্কিন জনগণ যে বিভক্ত সেই বিষয়টিও মতামত জরিপে উঠে এসেছে। ৯৪ ভাগ মার্কিন কৃষ্ণাঙ্গ ভোটার বলেছেন রিপাবলিকান প্রেসিডেন্ট দায়িত্ব পালনে অযোগ্য। ৬০ ভাগ হিসপানিকও একই মত দিয়েছেন এবং ৫০ ভাগ শেতাঙ্গ ভোটার বলেছেন আমেরিকার শাসক হিসেবে তিনি যোগ্য নন।