চলতি বছরের প্রথমভাগে গেইম থেকে সর্বোচ্চ আয়কারী প্রতিষ্ঠানটির নাম টেনসেন্ট। হার্ডওয়্যার বিক্রির দৌঁড়ে তারা সনি ও মাইক্রসফটকেও পেছনে ফেলে দিয়েছে। গেইম কোম্পানিগুলোতে বিপুল বিনিয়োগ করেই ৭৪০ কোটি ডলার আয় করেছে টেনসেন্ট। ২০১১ সালে তারা লিগ অব লেজেন্ড গেইমটির ডেভেলপার রিয়োটের অধিকাংশ শেয়ার কিনে নিয়েছিলো।
দুই নম্বরে থাকা সনির আয় ৪৩০ কোটি ডলার। এরপরেই থাকা অ্যাক্টিভেশন ব্লিজার্ডের আয় ৩৪০ কোটি ডলার। মাইক্রোসফট ও অ্যাপলের আয় যথাক্রমে ৩২০ ও ৩০০ কোটি ডলার।
আট নম্বরে অবস্থান করা গুগলের আয় ২১০ কোটি ডলার। তালিকায় থাকা ১০টি গেইমিং কোম্পানির নাম হলো ট্যানসেন্ট, সনি অ্যাক্টিভেশন ব্লিজার্ড, মাইক্রোসফট, ইলেকট্রনিক আর্ট, নেট কেস গুগল, বান্দাই নামকো ও নিক্সোন।
সূত্র: টেক শহর