মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের ছয় কর্মকর্তার ব্যক্তিগত ইমেইল অ্যাকাউন্ট ব্যবহারের তথ্য ফাঁস হওয়ার পর একে সর্বোচ্চ পর্যায়ের ভন্ডামি বলে মন্তব্য করেছেন প্রাক্তন পররাষ্ট্রমন্ত্রী হিলারি ক্লিনটন।
প্রাক্তন প্রেসিডেন্ট বারাক ওবামার আমলে পররাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পালনকালে হিলারি ক্লিনটন রাষ্ট্রীয় কাজে ব্যক্তিগত ইমেইল সার্ভার ব্যবহার করেছিলেন। বিষয়টি ফাঁস হওয়ার পর গত বছর প্রেসিডেন্ট নির্বাচনী প্রচারণাকালে ট্রাম্প এ নিয়ে হিলারিকে বারবার আক্রমণ করেন।
সম্প্রতি নিউ ইয়র্ক টাইমস এক প্রতিবেদনে জানায়, ট্রাম্পের জামাতা জেরার্ড কুশনার তার আইনজীবীর মাধ্যমে স্বীকার করেছেন প্রশাসনের দায়িত্ব নেওয়ার পর প্রথম কয়েকদিন তিনি ব্যক্তিগত ইমেইল ব্যবহার করেছেন। সোমবার মার্কিন পত্রিকাটি আরো জানায়, ট্রাম্পের কন্যা ইভাঙ্কা ট্রাম্প, সহযোগী গ্যারি কোহন ও স্টিফেন মিলার এবং প্রাক্তন কর্মকর্তা স্টিভ ব্যানন ও রেইন্স প্রিবাসও রাষ্ট্রীয় কাজে ব্যক্তিগত ইমেইল ব্যবহার করেছেন।
সোমবার সাইরাস এক্সএম রেডিওকে দেওয়া সাক্ষাৎকারে হিলারি এ প্রসঙ্গে মন্তব্য করতে যেয়ে বলেন, ‘এটা স্রেফ সর্বোচ্চ পর্যায়ের ভন্ডামি।’
তিনি বলেন, ট্রাম্প প্রশাসন ‘জানতো তার (হিলারির) এই মেইল নিয়ে তাদের অস্বস্তিকর আচরণের কোনো ভিত্তি নেই।’