প্রি-অর্ডার করা ফ্ল্যাগশিপ ডিভাইসের সর্বশেষ সংস্করণ গ্যালাক্সি নোট ৮ গ্রাহকদের হাতে তুলে দিয়েছে স্যামসাং। ফোনটি প্রি-অর্ডার করে গ্রাহকরা পেয়েছেন ফ্রি স্যামসাং ওয়ারলেস চার্জার ও গ্রামীণফোনের আকর্ষণীয় বান্ডেল অফার। হ্যান্ডসেট হস্তান্তর অনুষ্ঠানে স্যামসাং মোবাইল বাংলাদেশ গ্যালাক্সি নোট ৮ প্রি-বুকিংয়ে সমাপ্তি ঘোষণা করেছে।
স্যামসাং মোবাইল বাংলাদেশের হেড অব মোবাইল মূয়ীদুর রহমান বলেন, গ্যালাক্সি নোট ৮ এর উন্নত ফিচারগুলো এমন কিছু করতে সাহায্য করবে, যা করা সম্ভব বলে ব্যবহারকারীরা আগে কখনও ভাবেননি।
প্রি-বুক গ্রাহকদের কাছে গ্যালাক্সি নোট ৮ হস্তান্তর অনুষ্ঠানে ছিলো নানান আয়োজন। অনুষ্ঠানে জনপ্রিয় কার্টুনশিল্পীরা এস পেনের সাহায্যে নোট ৮ ডিভাইসটিতে সরাসরি নানান রকম ডিজিটাল ব্যঙ্গচিত্র এঁকে দেখান।
এছাড়াও ছিলো বিশেষজ্ঞদের সরাসরি টিউটোরিয়াল ও গ্রুপ ফটো সেশন। স্যামসাংয়ের কর্মকর্তাদের উপস্থিতিতে একটি কেক কাটার মধ্য দিয়ে হস্তান্তর অনুষ্ঠানটির আয়োজন শেষ হয়। গ্যালাক্সি নোট ৮ এর মূল্য ধরা হয়েছে ৯৪,৯০০ টাকা।