Search
Close this search box.
Search
Close this search box.

saoudi-osmanসৌদি আরবের তায়েফে রাস্তা পারাপারের সময় হাফেজ মো. ওসমান চৌধুরী নামে এক বাংলাদেশি নিহত হয়েছেন। নিহত ওসমানের বাড়ি চট্টগ্রামের রাংগুনিয়া থানার রাজানগর।

নিহত ওসমান চৌধুরী ১৫ বছর ধরে সৌদি আরবে ছিলেন। জানা গেছে, জরুরি কাজ সেরে বাসায় ফেরার সময় তিনি এ দুর্ঘটনার কবলে পড়েন। বর্তমানে তার মরদেহ স্থানীয় তায়েফ হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

chardike-ad