সৌদি আরবে কাজ করার সময় কোনো প্রবাসী শ্রমিক বা কর্মচারি আহত হলে তার চিকিৎসার ব্যয়ভার বহন করবে দেশটির সামাজিক বিমা নিয়ন্ত্রক সংস্থা জেনারেল অর্গানাইজেশন ফর স্যোসাল ইন্স্যুরেন্স বা জিওএসআই। এছাড়া আহত থাকা অবস্থায় শর্ত সাপেক্ষে শ্রমিকদের ভরণ-পোষণ বাবদও মাসে সর্বোচ্চ ৩ হাজার ৫০০ রিয়াল দেবে সরকারি এই নিয়ন্ত্রক সংস্থা।
সৌদির সংবাদ সংস্থা দৈনিক আল মদীনার বরাত দিয়ে সৌদি গেজেটের এক খবরে আজ সোমবার এই তথ্য জানানো হয়েছে।
জিওএসআই বলেছে, শর্ত সাপেক্ষে কোনো শ্রমিক আহত থাকাকালে তার বিমার প্রিমিয়ামের ৫০ শতাংশ বহন করবে তারা। তবে কোনো শ্রমিক যদি তার আহত হওয়ার প্রাথমিক মেডিকেল প্রতিবেদন দেয় তবে তাকে নিজের চিকিৎসা ব্যয় নিজেরই বহন করতে হবে।
এছাড়া কোনো শ্রমিক যদি মারাত্মকভাবে আহত হয়ে অঙ্গহানীর শিকার হয়ে কর্মক্ষমতা হারায় তবে তার দেশে ফেরার খরচও দেবে জিওএসআই।
সংস্থাটি বলছে, কোনো আহত শ্রমিক দেশে ফেরার আগে আগেই তার বিমা সংক্রান্ত সকল পাওয়া মিটিয়ে দেওয়া হবে।
এছাড়া কোনো শ্রমিক যদি কর্মক্ষেত্রে আহন না হয়ে কাজে আসার সময়, খাবার কিনতে যাওয়ার সময় বা নামাজ আদায় করতে যাওয়ার সময় দুর্ঘটনার শিকার হন তার বিষয়টিও বিবেচনা করবেজিওএসআই।
উল্লেখ, ২০১৬ সালের জুলাই মাস থেকে সৌদি আরবে কাজের ভিসা পেতে স্বাস্থ্যবিমা বাধ্যতামূলক করা হয়েছে।