Search
Close this search box.
Search
Close this search box.

abeমেয়াদ শেষ হওয়ার এক বছর আগেই নির্বাচনের ডাক দিয়েছেন জাপানের প্রধানমন্ত্রী শিনজো অ্যাবে। এছাড়া আগামী বৃহস্পতিবার দেশটির পার্লামেন্ট ভেঙে দেয়ারও সম্ভাবনা রয়েছে।

উত্তর কোরিয়ার ক্রমবর্ধমান হুমকির মধ্যে দেশের জাতীয় সঙ্কট কাটিয়ে ওঠার জন্য নতুন আদেশ চেয়েছেন। গত গ্রীষ্মে উত্থাপিত একটি বিলে অনুমোদনের জন্য তার সমর্থনে ভাটা পড়ে এবং বিরোধীদলের তীব্র বিরোধিতার পর অ্যাবে এ সিদ্ধান্ত নিয়েছেন।

chardike-ad

আগাম নির্বাচনের ডাক দিলেও নির্দিষ্ট কোনো তারিখ জানাননি তিনি; তবে জাপানের গণমাধ্যমগুলো বলছে, আগামী ২২ অক্টোবর আগাম ভোট অনুষ্ঠিত হতে পারে।

জাপানের উপর দিয়ে উত্তর কোরিয়া ক্ষেপণাস্ত্র পরীক্ষা চালানোর পর দেশটির সমালোচনা করে জনপ্রিয়তা বেড়েছে শিনজো অ্যাবের। এছাড়া তিনি শিক্ষা এবং সামাজিক উন্নয়ন খাতে ১৭ দশমিক ৮ বিলিয়ন ডলার প্যাকেজের ঘোষণা দেন।

সোমবার বিকেলে এক সংবাদ সম্মেলনে অ্যাবে বলেন, ভবিষ্যতের জন্য জাপানকে প্রস্তুত রাখতে কিছু উদ্দীপনামূলক কর্মসূচি প্রয়োজন।

ধারাবাহিকভাবে সংস্কার কাজ অব্যাহত রাখার কথা জানিয়েছেন তিনি। বাজেটের সঙ্গে সামঞ্জস্যতা বজায় রাখতে বিক্রয় করের অর্থ ব্যবহারের কথাও জানিয়েছেন অ্যাবে। এছাড়া ঋণ কমিয়ে নিয়ে আসার ওপরও গুরুত্বারোপ করেছেন জাপানের এই প্রধানমন্ত্রী।

সূত্র : বিবিসি।