Search
Close this search box.
Search
Close this search box.
manjery
এ ছবিটি সংযুক্ত করেই পাত্রী চেয়ে ফেসবুকে পোস্ট দেন ফটোগ্রাফার মাঞ্জেরি

বিয়ে নাকি স্বর্গে নির্ধারিত হয়? কিন্তু ভারতের কেরালার ৩৪ বছর বয়সী ফটোগ্রাফার রঞ্জিস মাঞ্জেরির বেলায় বোধ হয় কথাটা প্রযোজ্য ছিল না। একটানা সাত বছর বিয়ে করার অাপ্রাণ চেষ্টা চালিয়েছেন তিনি। তাকে বিয়ে করানোর জন্য আত্মীয়দের কাছে ধর্নাও দিয়েছেন বাবা-মা। কিন্তু কিছুতেই কাজ হচ্ছিল না। অনেক পাত্রী তাকে দেখতে আসলেও ‘গরিব’ বলে তাকে বিয়ে করতে চাননি। কিন্তু বিয়ে করার পণ নিয়েই তো মাঠে নেমেছেন মাঞ্জেরি, মাঝ পথে এসে হাল ছেড়ে দিলে হবে?

না, হাল ছাড়েননি তিনি। বিয়ের জন্য অপেক্ষা করতে করতে যখন ক্লান্ত, শ্রান্ত, পরিশ্রান্ত হয়ে পড়েছিলেন মাঞ্জেরি, তখনই আলাদীনের চেরাগের মতো উদ্ধারকর্তা হয়ে এলো ফেসবুক। বিয়ের জন্য পাত্রীর আকুতি জানিয়ে ফেসবুকে নিজের টাইমলাইনে একটি পোস্ট করেন মাঞ্জেরি। ৭ বছর ধরে যে কাজ হচ্ছিল না, ফেসবুকের জাদুতে তা হয়ে গেল মুহূর্তেই!

chardike-ad

গত ৩ আগস্ট মাঞ্জেরি ফেসবুকে লিখেন, ‘আমার বিয়ে এখনও ঠিক হয়নি এবং আমি এখনও বিয়ের জন্য পাত্রী খুঁজছি। আপনাদের মধ্যে যদি পরিচিত কোনো পাত্রী থাকে, দয়া করে আমাকে জানাবেন। আমার বয়স ৩৪ বছর। পাত্রীকে আমার পছন্দ হতে হবে। আমার আর কোনো দাবি নেই। পেশা: ফটোগ্রাফার। ধর্ম: হিন্দু। পাত্রী যেকোনো জাতের হতে পারবে, কোনো সমস্যা নেই। ’

এ পোস্ট দেওয়ার পর থেকে মাঞ্জেরির ফোন ব্যস্ত হয়ে উঠে, ফেসবুকের ইনবক্স ভর্তি হয়ে যায় মেসেজে! ভাইরাল হয়ে যায় তার ফেসবুক পোস্টটি।

ফেসবুকজুড়ে তাকে নিয়ে অনেকে ব্যঙ্গ-বিদ্রূপ যেমন করছিলেন, অনেকে আবার সত্যি সত্যি তাকে বিয়ের প্রস্তাব পাঠাচ্ছিলেন। মাত্র অল্প কয়েকদিনের ব্যবধানে ৪ হাজার বিয়ের প্রস্তাব পেয়ে যান মাঞ্জেরি, এমনকি প্রস্তাব আসে দুবাই, অষ্ট্রেলিয়া ও যুক্তরাষ্ট্রের পাত্রীদের কাছ থেকেও!

তবে শেষ পর্যন্ত মাঞ্জেরি এতসব পাত্রীর মধ্যে থেকে নিজের পছন্দমতো একজনকে বিয়ে করেছেন কিনা, তা জানা যায়নি।

সূত্র: হাফিংটন পোস্ট