ঢাকা মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের কাছে ‘অ্যারাইজ’ কার্যক্রমের অধীনে একটি অত্যাধুনিক ল্যাব হস্তান্তর করেছে স্যামসাং। আগারগাঁওতে অবস্থিত মহিলা পলিটেকনিক ইন্সটিটিউটের নিজস্ব ভবনে হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়।
‘অ্যারাইজ’ (অ্যাডভান্সড রিপেয়ার এন্ড ইন্ডাস্ট্রিয়াল স্কিল এনহ্যান্সমেন্ট) হলো চূড়ান্ত বর্ষের শিক্ষার্থীদের জন্য কারিগরি দক্ষতা এবং ব্যক্তিত্ব উন্নয়নে সহায়ক একটি ছয় মাসব্যাপী প্রশিক্ষণ কার্যক্রম।
প্রশিক্ষণ শেষে শিক্ষার্থীদেরকে স্যামসাং সার্ভিস সেন্টারে এক মাসের জন্য ইন্টার্নশিপ সুবিধা প্রদান করা হবে। প্রতিভাবান জনশক্তি তৈরি করাই এই কর্মসূচির মূল লক্ষ্য।
স্যামসাং এই প্রশিক্ষণটি বিনা খরচে প্রদান করেছে এবং ল্যাবরেটরিটি প্রশিক্ষণের জন্য প্রয়োজনীয় উপকরণ দিয়ে নতুন করে সাজিয়ে দিয়েছে।
হস্তান্তর অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ, বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের ডিরেক্টর জেনারেল অশোক কুমার বিশ্বাস, স্যামসাং ইলেকট্রনিক্স বাংলাদেশের ম্যানেজিং ডিরেক্টর স্যাংওয়ান ইউনসহ অনুষ্ঠানে আরও অনেকেই উপস্থিত ছিলেন।
প্রাথমিকভাবে ৭৫ জন শিক্ষার্থী এই কর্মসূচিতে অংশ নেয় এবং এদের মধ্যে ৭২ জন কৃতকার্য হয়ে সনদপত্র গ্রহণ করে।