প্রবাসে বসবাসরত তরুণ প্রজন্মকে নিজেদের যোগ্যতা দিয়ে বাংলাদেশের ভাবমূর্তি উজ্জল করার আহ্বান জানিয়েছেন বাংলাদেশ কুরআন সুন্নাহ পরিষদ কাতার। এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ বাংলাদেশি কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে এ আহ্বান জানানো হয়।
বৃহস্পতিবার কাতারের রাজধানী দোহা ন্যাশনাল গ্র্যান্ড কাতার প্যালেস হোটেলে সংবর্ধনা অনুষ্ঠিত হয়। সংগঠনের সভাপতি রশিদ চৌধুরীর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আনোয়ারুল ইসলামের পরিচালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন সহ-সভাপতি জোবায়ের আহমেদ চৌধুরী, অভিভাকদের পক্ষে এ কে এম আমিনুল হক, কামরুল আহসান মিয়া, ছাত্র-ছাত্রীদের পক্ষে শাহরিয়ার আরমান, মাহমুদা চৌধুরী প্রমুখ।
এছাড়া কাতারস্থ বিভিন্ন রাজনৈতিক, সামাজিক, ব্যবসায়ী সংগঠনের নেতারা ও প্রিন্ট ও ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে রোহিঙ্গা মুসলিম, দেশ জাতির শান্তি ও অগ্রগতি কামনা করে দোয়া মুনাজাত পরিচালনা করেন সহ-সভাপতি ইন্তেখার বিন ইউসুফ শিহাব।