ডেস্ক রিপোর্টঃ কোরিয়ার ইনচন এয়ারপোর্ট আবারো বিশ্বসেরা এয়ারপোর্টের স্বীকৃতি পেল। সপ্তমবারের মত এয়ারপোর্ট কাউন্সিল ইন্টারন্যাশনাল (এসিআই)এর “বেস্ট এয়ারপোর্ট ওয়ার্ল্ডওয়াইড ২০১১” পুরস্কার জিতে ইনচন এয়ারপোর্ট এই বিশ্বসেরা এয়ারপোর্টের খেতাব ধরে রাখলো।সিংগাপুর এয়ারপোর্ট এবং বেইজিং এয়ারপোর্ট যথাক্রমে দ্বিতীয় ও তৃতীয় পুরস্কার জিতেছে। এবারের এওয়ার্ডে এশিয়ার এয়ারপোর্টগুলোর প্রাধান্য দেখা গেছে। প্রথম পাচঁটি সেরা এয়ারপোর্টের সবগুলোই এশিয়ার।এসিআই যাত্রীদের সন্তুষ্টি, সেবার উপর জরিপ এবং গবেষনার মাধ্যমে প্রতিবছর ভাল সেবা প্রদানের জন্য এই এওয়ার্ড দিয়ে থাকে।এছাডা স্কাইট্র্যাক্স ২০১১ এওয়ার্ড পেয়েছে হংকং এয়ারপোর্ট। গত ১৪এপ্রিল মন্ট্রিলে এই এওয়ার্ড ঘোষনা করা হয়।
উল্লেখ্য, এসিআই (Airports Council International -ACI)এর মোট সদস্য সংখ্যা ৫৮০, যারা বিশ্বের ১৭৯টি দেশের ১৬৫০টি এয়ারপোর্ট পরিচালনা করছে।