Search
Close this search box.
Search
Close this search box.

bangladeshদক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামার আগে নিজেদের ঝালিয়ে নেওয়ার সুযোগ পেয়েছে বাংলাদেশ দল। স্বাগতিকদের আমন্ত্রিত একাদশের বিপক্ষে বেনোনির উইলোমোর পার্ক স্টেডিয়ামে তিন দিনের এক প্রস্তুতি ম্যাচে টস জিতে ব্যাট করছে বাংলাদেশ। এ প্রতিবেদন লেখা পর্যন্ত বাংলাদেশের সংগ্রহ বিনা উইকেটে ৬৬ রান।

গত ১৬ সেপ্টেম্বর শনিবার বাংলাদেশ থেকে রওনা হওয়ার পর পরের দিন দক্ষিণ আফ্রিকায় গিয়ে পৌঁছায় বাংলাদেশ ক্রিকেট দল। সে দিনই বেনোনিতে শাহারা ক্রিকেট কমপ্লেক্স গ্রাউন্ডে অনুশীলন শুরু করে টাইগাররা। গত তিনদিন কঠোর অনুশীলন করল মুশফিকুর রহীম অ্যান্ড কোং। দেশ থেকেও প্রস্তুতি নিয়ে দক্ষিণ আফ্রিকা গেছে তারা। যাওয়ার আগে অস্ট্রেলিয়াকে হারানোর সুখ স্মৃতি নিয়ে গেছে সঙ্গে করে।

chardike-ad

উল্লেখ্য, পচেফস্ট্রমে ২৮ সেপ্টেম্বর থেকে শুরু হবে প্রথম টেস্ট। ব্লুমফন্টেইনে সিরিজের দ্বিতীয় টেস্ট শুরু ৬ অক্টোবর। ১৫, ১৮ ও ২২ অক্টোবর ওয়ানডে ম্যাচগুলো হবে যথাক্রমে কিম্বার্লি, পার্ল ও ইস্ট লন্ডনে। প্রথম টি-টোয়েন্টি খেলতে ২৬ অক্টোবর ব্লুমফন্টেইনে ফিরবে বাংলাদেশ। ২৯ অক্টোবর পচেফস্ট্রমে দ্বিতীয় টি-টোয়েন্টি দিয়ে সফর শেষ করবে টাইগাররা।