উত্তর কোরিয়ার পররাষ্ট্রমন্ত্রী রি ইয়ং বলেছেন, ডোনাল্ড ট্রাম্পের সহযোগীদের জন্য তার ‘খারাপ’ লাগে। বুধবার নিউ ইয়র্কে জাতিসংঘের সাধারণ অধিবেশনে তিনি তার দেশকে দেওয়া ট্রাম্পের হুমকিকে ‘কুকুরের চিৎকার’ বলে অভিহিত করেন।
এর আগে কিম জং উনকে ‘আত্মঘাতী মিশনের রকেটমানব’ বলেছিলেন ট্রাম্প। এক টুইটবার্তায়ও তাকে এই নামে ডেকেছিলেন ট্রাম্প। তার এই বক্তব্যকে সমর্থন দিয়েছিলেন মার্কিন নিরাপত্তা পরামর্শক এইচআর ম্যাকমাস্টার। তিনি বলেছেন, কিম জং কে এই নামেই ডাকা উচিত।
দক্ষিণ কোরীয় বার্তা সংস্থা ইউনহাপ জানিয়েছে, রি বলেছেন তিনি ট্রাম্পের সহযোগীদের কথা ভেবে দুঃখ পান।
ট্রাম্প বলেন, যুক্তরাষ্ট্রের গৃহীত পদক্ষেপের কারণে ‘রকেটম্যান’ কিম জং উন আসলে একটা ‘সুইসাইড মিশনে’ আছেন। মার্কিন প্রেসিডেন্ট বলেন, আমরা বিভিন্ন জাতিগুলোর মহান পুনরুত্থানের আহ্বান জানাচ্ছি। আত্মার পুনরুজ্জীবনের জন্য এবং দেশপ্রেমের জন্যই এটা প্রয়োজন। আমাদের মানবতার শত্রুদের পরাজিত করতে হবে।