Search
Close this search box.
Search
Close this search box.

rohingaমিয়ানমারের রাখাইন রাজ্যে দেশটির সেনাবাহিনীর নিপীড়নের শিকার হয়ে বাংলাদেশে আশ্রয় নেয়া রোহিঙ্গাদের জন্য জরুরি ত্রাণ কার্যক্রমের অংশ হিসেবে ১৫ লাখ ডলার মানবিক সহায়তা দেবে দক্ষিণ কোরিয়া।

বাংলাদেশে কোরিয়ার রাষ্ট্রদূত অ্যান সিওং দো আজ বুধবার জানান, এই সহায়তা আন্তর্জাতিক অভিবাসন সংস্থা (আইওএম)-এর মাধ্যমে দেওয়া হবে।

chardike-ad

কোরিয়ান দূতাবাসের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্রদূত আশা প্রকাশ করেন যে, এই সহায়তা রাখাইনে সন্ত্রাসের শিকার হওয়া শরণার্থীদের দুর্দশা লাঘবে ভূমিকা রাখবে।

মিয়ানমারের রাখাইন রাজ্যে হত্যা, নির্যাতনের পর বাংলাদেশে আশ্রয় নিতে রোহিঙ্গাদের যে ঢল নেমেছে তাতে দক্ষিণ কোরিয়া গভীরভারে উদ্বিগ্ন বলে জানান কোরিয়ার রাষ্ট্রদূত।

তিনি বলেন, এসব শরণার্থীদের আন্তর্জাতিক যে কোনো সমর্থন দেওয়ার ক্ষেত্রে দক্ষিণ কোরিয়া স্পষ্টত বাংলাদেশের সঙ্গে থাকবে। এই সঙ্কট থেকে বেরিয়ে আসতে আন্তর্জাতিক সম্প্রদায়ের সঙ্গে দক্ষিণ কোরিয়া ঘনিষ্ঠ সহযোগিতা করে যাবে এবং এই সঙ্কট সমাধানে বাংলাদেশ ও মিয়ানমারের সঙ্গে কাজ করবে।