Search
Close this search box.
Search
Close this search box.

trump-kimসম্প্রতি পুরো বিশ্বের সতর্কবার্তা অগ্রাহ্য করে ভয়ঙ্কর সামরিক দাপট দেখাচ্ছে উত্তর কোরিয়া। চলতি মাসেই পরমাণু বিস্ফোরণ ঘটিয়েছে দেশটি। তাছাড়া জাপানের উপর দিয়ে ক্ষেপণাস্ত্র ছুড়ে পুরো এশিয়া-প্যাসিফিক অঞ্চলের উত্তেজনা বাড়িয়ে দিয়েছে উত্তর কোরিয়া।

জবাবে দক্ষিণ কোরিয়া ও জাপানকে সাথে নিয়ে কোরীয় উপদ্বীপে বোমাবর্ষণ করে মার্কিন বাহিনী। উত্তর কোরিয়ার এই একতরফা আস্ফালন আর সহ্য করা হবে না, স্পষ্ট বুঝিয়ে দিল আমেরিকা। দক্ষিণ কোরিয়া এবং জাপানের বিমান বহরকে সঙ্গে নিয়ে রবিবার কোরীয় উপদ্বীপের আকাশে উড়ল মার্কিন ফাইটার এবং বোমারু বিমান। উত্তর ও দক্ষিণ কোরিয়ার সীমান্তের খুব কাছে বোমাবর্ষণও করা হল।

chardike-ad

উত্তর কোরিয়াকে আক্রমণ করতে যে তিন দেশের জোটও সম্পূর্ণ প্রস্তুত, তা খোলাখুলিই বুঝিয়ে দিল আমেরিকা। তাছাড়া দক্ষিণ-উত্তর কোরিয়ার সীমান্তে যে ডিমিলিটারাইজড জোন বা বাহিনী-মুক্ত অঞ্চল রয়েছে, তার খুব কাছেই বোমা হামলার মহড়া চালিয়েছে আমেরিকা-দক্ষিণ কোরিয়া-জাপান।