২২ সেপ্টেম্বর, সিউল:
গাড়ি বিহীন দিন কাটালো চীনের রাজধানী বেইজিংসহ ১৫০টিরও বেশি শহরের বাসিন্দারা। বিশ্ব গাড়িমুক্ত দিবসের অংশ হিসেবে রোববার দিনটি পালন করে চীন। তবে, মজার ব্যাপার হলো গাড়ি বিহীন দিন কাটালেও যানজটে স্থবির হয়ে আছে পুরো বেইজিং।

image_46225_0বেইজিংয়ের গাড়িমুক্ত এলাকা শুরু হয় অলিম্পিক পার্ক থেকে। শেষ হয় ওয়াগফিজিং বাণিজ্যিক এলাকায়।

chardike-ad

চীন ছাড়াও আমেরিকাসহ বিশ্বের কয়েকটি দেশও বায়ু দূষণের বিরুদ্ধে প্রতিবাদের অংশ হিসেবে বিশ্ব গাড়িমুক্ত দিবস পালন করেছে। সূত্র: সিনহুয়া/নতুনবার্তা