pakistan-w-x11তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে ১-১ সমতায় আছে স্বাগতিক পাকিস্তান ও বিশ্ব একাদশ। তাই শেষ ম্যাচটি পরিণত হয়েছে অলিখিত ফাইনালে। যে দল জিতবে সিরিজ তাদের। লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়।

দীর্ঘদিন পর ঘরের মাঠে খেলতে নেমে বিশ্ব একাদশের বিপক্ষে প্রথম ম্যাচেই ২০ রানের জয় তুলে নিয়েছে পাকিস্তান। ১৯৮ রানের বিশাল লক্ষ্য ছুড়ে দিয়ে বিশ্ব একাদশকে ১৭৭ রানে বেধে রেখেছিল সরফরাজ আহমেদের দল।

chardike-ad

তবে দ্বিতীয় ম্যাচেই ঘুরে দাঁড়ায় বিশ্ব একাদশ। হাশিম আমলা ও থিসারা পেরেরার ব্যাটিং নৌপূণ্যে শেষ ওভারে জয় পায় ডু প্লেসির দল।

এদিকে শেষ ম্যাচেও আঁচ পাওয়া যাচ্ছে প্রতিদ্বন্দ্বিতার। স্বাগতিকদের হয়ে ব্যাট হাতে রানের ধারায় আছেন বাবর আজম। শেষ ম্যাচেও তার দিকেই তাকিয়ে থাকবে দল। এছাড়া হোম কন্ডিশনের পূর্ণ সুযোগ কাজে লাগাতে পারলে জয় পাওয়া সম্ভব পাকিস্তানের।

অন্যদিকে বিশ্ব একাদশের হয়ে প্রথম দুই ম্যাচে ভালো শুরুর পরও বড় ইনিংস খেলতে পারেনি বাংলাদেশের তামিম ইকবাল। তাই শেষ ম্যাচে নিশ্চয়ই ভালো কিছু করতে চাইবেন এই ড্যাশিং ওপেনার।