হঠাৎ করেই বাংলাদেশের ক্রিকেটাঙ্গনে আলোচনার জন্ম দিলেন বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসান। ক্রিকেট বিষয়ক একটি ওয়েবসাইটকে দেওয়া সাক্ষাতকারে তিনি টেস্ট ক্রিকেট থেকে ৬ মাস বিশ্রাম নেওয়ার কথা বলেন। এরপর গতকাল বিসিবিকে আনুষ্ঠানিক চিঠিও দেন তিনি। তবে সাকিবের ‘চাওয়া’ পূরণ হয়নি। ৬ মাসের বদলে তাকে শুধুমাত্র দক্ষিণ আফ্রিকা সফরে দুটি টেস্ট থেকে বিশ্রাম দিয়েছে বিসিবি।
সাকিবের চিঠির জবাবে আজ সোমবার আনুষ্ঠানিকভাবে বিসিবি পরিচালক এবং ক্রিকেট অপারেশনস কমিটির চেয়ারম্যান আকরাম খান বিসিবিতে এক আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে জানিয়েছেন, দক্ষিণ আফ্রিকার বিপক্ষে টেস্ট সিরিজে বিশ্রাম দেয়া হচ্ছে সাকিব আল হাসানকে। তবে সাকিব যদি মত পাল্টান, তিনি দক্ষিণ আফ্রিকা সফরেও যুক্ত হতে পারেন।
সাকিবের আবেদনের ৬ মাসের মধ্যে দুটি টেস্ট সিরিজ খেলার কথা আছে টাইগারদের। একটি দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এবং অপরটি শ্রীলঙ্কার বিপক্ষে দেশের মাটিতে। এই শ্রীলঙ্কা সফর থেকে সাকিবকে ছাড়ছে না বিসিবি। আকরাম খান বলেছেন, ‘দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সাকিব প্রথম টেস্ট খেলছেন না এটা নিশ্চিত।
যদি দ্বিতীয় টেস্টে সে খেলতে চায়, তাহলে খেলতে পারবে। তবে, তাকে দুই টেস্টের জন্যই বিশ্রাম দেয়া হয়েছে। ‘