Search
Close this search box.
Search
Close this search box.

ram-honeyভারতের ভুয়া বাবা ঠেকাতে এবার বিশেষ পরিচয়পত্রের ব্যবস্থা করা হচ্ছে। দেশটির অখিল ভারতীয় আখড়া পরিষদ নামের একটি সংগঠন এ সিদ্ধান্ত নিয়েছে। দুই নারী শিষ্যাকে ধর্ষণের দায়ে যখন ধর্ষক বাবা গুরমিত রাম রহিম সিং ২০ বছর জেল খাটছেন, তখনই এ ধরনের সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

শুধু রাম রহিম নন, আরও অনেক স্বঘোষিত বাবাকে নিয়েও এর আগে যৌন কেলেঙ্কারি বা আর্থিক কেলেঙ্কারির অভিযোগ উঠেছে। তোপের মুখে পড়তে হয়েছে বিভিন্ন হিন্দুত্ববাদী সংগঠনকেও। কারণ এই সব বাবাদের অনেকের সঙ্গেই হিন্দুত্ববাদী সংগঠনগুলোর সু-সম্পর্ক নানা ভাবে প্রকাশিত।

chardike-ad

অসাধু বাবাদের কাণ্ডকারখানা থেকে সাধু বাবাদের ইমেজ বাঁচাতে এ বার তাই সচিত্র ‘সাধু’ পরিচয়পত্র দেওয়ার সিদ্ধান্ত নিল অখিল ভারতীয় আখড়া পরিষদ। বিশ্ব হিন্দু পরিষদের যুগ্ম সাধারণ সম্পাদক সুরেন্দ্র জৈনের বরাতে সংবাদ সংস্থা পিটিআই এ তথ্য জানিয়েছে। আখড়া পরিষদের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করে বিশ্ব হিন্দু পরিষদ।

এ প্রসঙ্গে সুরেন্দ্র জৈন বলেন, ‘দুই একজন অ-সাধুর জন্য সবার বদনাম হয়ে যাচ্ছে। এ বিষয়টিতে নজর দিতে হবে। পরিষদ যাদের পরিচয়পত্র দেবে তারাই স্বীকৃতি পাবেন।’

তিনি আরও জানিয়েছেন, এ বার থেকে সাধুদের জীবনযাত্রা, কাজকর্মের দিকেও নজর রাখবে পরিষদ। জৈন জানিয়েছেন, কোনও সাধু তথ্য দেওয়ার পর সেগুলো পরীক্ষা করে দেখা হবে। এ বিষয়ে কোনও অসঙ্গতি ধরা পড়লে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে বলেও জানিয়েছেন তিনি।