Search
Close this search box.
Search
Close this search box.

north-korea-rocketব্রিটিশ প্রতিরক্ষামন্ত্রী স্যার মাইকেল ফ্যালোন বলেছেন, পরমাণু অস্ত্রধর উত্তর কোরিয়ার সঙ্গে যুদ্ধের মারাত্মক আশংকা রয়েছে। পিয়ংইয়ংয়ের ক্ষেপণাস্ত্র লন্ডনের ওপর পড়তে পারে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি।

এ হুঁশিয়ারির বিষয়ে যুক্তি দিতে যেয়ে তিনি বলেন, উত্তর কোরিয়ার ক্ষেপণাস্ত্রের পাল্লা ক্রমেই বাড়ছে এবং লস অ্যাঞ্জেলসের তুলনায় লন্ডনের দূরত্ব কম।

chardike-ad

এর আগে তিনি বলেন, পাশ্চাত্যের হিসেবে ভুল হলেই উত্তর কোরিয়ার সঙ্গে সামরিক সংঘাত বেঁধে যাবে। যে কোনো মূল্যে এটা এড়াতে হবে বলেও জানান তিনি।

বিবিসির ওয়ান’স দ্যা অ্যান্ড্রু মার শোতে এসব কথা বলেন তিনি। উত্তর কোরিয়ার হাইড্রোজেন বোমা পরীক্ষার কয়েক দিনের মধ্যেই এ অনুষ্ঠানে অংশ নেন তিনি। এ বোমাকে আন্তমহাদেশীয় ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র বা আইসিবএমে করে ছোঁড়ার উপযোগী বলে দাবি করেছে পিয়ংইয়ং।