মায়ানমারে শত শত রোহিংগা হত্যার প্রতিবাদে সিউলের মায়ানমার দূতাবাসের সামনে বিক্ষোভ সমাবেশ করেছে বাংলাদেশী প্রবাসীরা। সমাবেশ থেকে বক্তারা অবিলম্বে মায়ানমারে রোহিংগাদের উপর নির্যাতন বন্ধের দাবি জানান।
গতকাল রবিবার বিকেলে কোরিয়া প্রবাসীরা সিউলের হান্নামদোং এ অবস্থিত মায়ানমার দূতাবাসের সামনে এই বিক্ষোভ সমাবেশের আয়োজন করে। বিক্ষোভ সমাবেশে অন্যান্য কয়েকটি দেশের প্রবাসীরাও অংশ নেন।
বক্তারা বলেন জাতিসংঘসহ সংশ্লিষ্ট আন্তর্জাতিক সংস্থাগুলোকে মায়ানমারের উপর চাপ প্রয়োগের মাধ্যমে হত্যা নির্যাতন বন্ধ করতে হবে। শত শত রোহিংগাকে হত্যা করা হয়েছে। লাখ লাখ রোহিংগা দেশ ছেড়েছে, ঘরবাড়ি পুড়িয়ে দেওয়া হয়েছে। অবিলম্বে এই ধরণের নির্মমতা বন্ধ করতে হবে। নোবেল পুরস্কার পাওয়া অং সাং সুচির পুরস্কার ফেরত নেওয়ারও দাবি জানায় বক্তারা।