ভুয়া বিনিয়োগ ঋণ দেখিয়ে প্রায় ৯ কোটি টাকা আত্মসাতের দায়ে নুর মোহাম্মদ নামে ইসলামী ব্যাংক লিমিটেডের এক কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে দুনীর্তি দমন কমিশন (দুদক)। বৃহস্পতিবার লক্ষীপুরের রায়পুর ইসলামী ব্যাংকের শাখা থেকে তাকে গ্রেফতার করা হয়। তিনি ইসলামী ব্যাংক রায়পুর শাখায় এসবিআইএস সুপাভাইজার হিসেবে কর্মরত ছিলেন। দুদক সূত্রে এ তথ্য জানা গেছে।
সূত্র জানায়, নুর মোহাম্মদ রায়পুর শাখা থেকে ১৮৬ জন গ্রাহকের নামে ভুয়া বিনিয়োগ ঋণ দেখিয়ে বিভিন্ন সময় ৮ কোটি ৯৭ লাখ ১ হাজার ২১৯ উত্তোলন করে তা আত্মসাৎ করেন।
কোনো গ্রাহক এ ঋণের টাকা গ্রহণ না করলেও তিনি ভুয়া ও জাল ভাউচার তৈরি করে ঋণ অনুমোদন করে নিজেই আত্মসাৎ করেন। পরে তা ব্যাংকের অডিটে ধরা পড়ে।
পরে রায়পুর শাখার ব্যবস্থাপক বাদী হয়ে রায়পুর থানায় মামলা করে। পরে দুদক তাকে গ্রেপ্তার করে। মামলাটি তদন্ত করছেন দুদকের নোয়াখালী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো. মশিউর রহমান।