ষষ্ঠ পারমাণবিক অস্ত্র পরীক্ষার পর সপ্তাহ না ঘুরতেই আগামী শনিবার আরেকটি আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র (আইসিবিএম) উৎক্ষেপণ করতে পারে উত্তর কোরিয়ার। বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ার প্রধানমন্ত্রী লি নাক-ইয়ন এ হুঁশিয়ারি উচ্চারণ করেছেন।
বৃহস্পতিবার রাজধানী সিউল প্রতিরক্ষা কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে লি বলেন, ‘পরিস্থিতি খুবই গুরুতর। উত্তর কোরিয়ার পুরোপুরি পারমাণবিক অস্ত্রসমৃদ্ধ হয়ে উঠতে আর খুব বেশি সময় বাকি নেই বলে মনে হচ্ছে।’
তিনি বলেন, ‘তাদের এই বেপরোয়া কর্মকান্ড বন্ধ করতে জরুরি ভিত্তিতে বিশেষ ব্যবস্থা নেওয়া প্রয়োজন।’
গত রোববার উত্তর কোরিয়ার ষষ্ঠবারের মতো পারমাণবিক অস্ত্রের পরীক্ষা চালায়। এটি হাইড্রোজেন বোমা ছিল এবং আন্তমহাদেশীয় ক্ষেপণাস্ত্র সংযুক্ত করা সম্ভব বলে দাবি করেছে পিয়ংইয়ং।
এদিকে যু্ক্তরাষ্ট্রের নির্মিত বিতর্কিত থাড ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থার চূড়ান্ত অংশ বৃহস্পতিবার দক্ষিণ কোরিয়ায় পৌঁছেছে। মোতায়েনস্থলে স্থানীয়রা ব্যাপক বিক্ষোভ করেছে। বিক্ষোভস্থলে বিপুল সংখ্যক পুলিশ মোতায়েন করা হয়েছিল।