Search
Close this search box.
Search
Close this search box.

suchiমিয়ানমারের গণতান্ত্রিক আন্দোলনের নেত্রী ও বর্তমান পররাষ্ট্রমন্ত্রী অং সান সুচির নোবেল পুরস্কার কেড়ে নেয়ার জন্য আন্তর্জাতিক অঙ্গনে অনলাইনভিত্তিক আন্দোলন গড়ে উঠেছে। এরইমধ্যে চেইঞ্জ ডট অর্গ নামের একটি সংগঠন প্রচারণা শুরু করেছে এবং তাদের আবেদনের পক্ষে তিন লাখ ৬৬ হাজার সমর্থক স্বাক্ষর দিয়েছেন।

suchiএ সংগঠনের পক্ষ থেকে যে আর্জি জানানো হয়েছে তাতে বলা হচ্ছে- “নোবেল পুরস্কারপ্রাপ্ত যে ব্যক্তি নিজের দেশে শান্তি বজায় রাখতে পারেন না, শান্তির জন্য তার কাছ থেকে নোবেল পুরস্কার ফিরিয়ে নেয়া উচিত। এ জন্য নোবেল শান্তি পুরস্কার কমিটির কাছে আমরা দাবি জানাচ্ছি যে, অং সান সুচির কাছ থেকে নোবেল পুরস্কার কেড়ে নেয়া হোক।” রোহিঙ্গা ইস্যুতে সুচি বধির হয়ে গেছেন এবং তার নাগিরকদের রক্ষার জন্য তিনি কিছু করছেন না বলেও এ আর্জিতে উল্লেখ করা হয়েছে।

chardike-ad

suchiমিয়ানমারের রাখাইন রাজ্যে রোহিঙ্গা মুসলমানদের ওপর গণহত্যা ও বর্বর নির্যাতন অব্যাহত থাকার পরিপ্রেক্ষিতে চেইঞ্জ ডট অর্গ নামের এ সংগঠন সুচির নোবেল পুরস্কার কেড়ে নেয়ার পক্ষে প্রচারণা শুরু করেছে। ১৯৯১ সালে সুচি শান্তিতে নোবেল পুরস্কার পেয়েছিলেন।