Search
Close this search box.
Search
Close this search box.

putinরাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন বলেছেন, তিনি মনে করেন, উত্তর কোরিয়া তার পরমাণু কর্মসূচি ত্যাগ করবে না। কারণ চলমান ক্ষেপণাস্ত্র এবং পরমাণু অস্ত্র কর্মসূচির উন্নয়ন ঘটানোকে নিজেদের আত্মরক্ষার একমাত্র উপায় হিসেবে দেখছে পিয়ংইয়ং।

রাশিয়ার পূর্বাঞ্চলীয় ভ্লাদিভোস্তক শহরে ‘ইষ্টার্ন ইকনোমিক ফোরাম’ এ দেয়া বক্তৃতায় রুশ প্রেসিডেন্ট বলেন, উত্তর কোরিয়া মনে করে, নিজেদের রক্ষার একমাত্র উপায় হচ্ছে পারমাণবিক অস্ত্র এবং ক্ষেপণাস্ত্র প্রযুক্তির অধিকারী হওয়া। তিনি প্রশ্ন করেন, আপনারা কি মনে করেন, তারা এই পথ থেকে সরে আসবে? পুতিন বলেন, তাদেরকে ভয় দেখানো অসম্ভব।

chardike-ad

তিনি বলেন, নিজেদের ক্ষেপণাস্ত্র এবং পরমাণু অস্ত্রের আধুনিকায়নের ধারা অব্যাহত রাখতে উত্তর কোরিয়াকে উস্কানি দেয়া হচ্ছে। পিয়ংইয়ংয়ের সঙ্গে যেকোনো বিবাদের পরিণতি মারাত্বক হতে পারে বলেও হুঁশিয়ারি দেন পুতিন।

প্রেসিডেন্ট পুতিন বলেন, “আমি মনে করি, উত্তর কোরিয়ায় যেসব সামরিক শক্তি গড়ে তোলা হচ্ছে তা আত্মরক্ষামূলক। এতে কিছুই ঘটবে না। এটা সত্য যে, পিয়ংইয়ং উত্তেজনা ছড়াচ্ছে। আর তারা এটা করলেও তারা নির্বোধ নয়।”

তিনি জোর দিয়ে বলেন, কূটনৈতিক উপায়ে কোরিয় উপদ্বীপের সংকট নিরসন সম্ভব। পূর্ব এশিয়া অঞ্চলে এই ইস্যুকে সর্বোচ্চ অগ্রাধিকার দেয়া উচিত বলেও মনে করেন তিনি।